পাহাড় -প্রমান বাধাকে সঙ্গে নিয়েই ব্যক্তি উদ্যোগে রাজ্যের একমাত্র মহিলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চলছে মালবহালে
প্রান্তভূমি প্রতিবেদন ।। প্রতি পদে বাধা, তবু অদম্য জেদের বশে লড়াই করে যাচ্ছে এক ঝাঁক প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড়। তাদের এক এবং একমাত্র লক্ষ্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করা । দেশ এবং বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মান ছিনিয়ে আনা। ফুটবলের মানচিত্রে ভারতের মেয়েদের উচ্চ আসনে তুলে ধরা। কিন্তু শুধুমাত্র জেদকে ভর করে এত বড় লক্ষ্য অর্জন করা যথেষ্ট কঠিন । কারণ তাদের না আছে অর্থ, না আছে প্রভাব। আছে শুধু প্রশিক্ষক সঞ্জীব বাউরীর অসম্ভব পরিশ্রমি মানসিকতা। সঞ্জীব তাদের অভিভাবক আবার প্রশিক্ষকও।
রূপনারায়নপুর ঘেঁষা হিন্দুস্তান কেবলস- এর পাশে মহিলা ফুটবল প্রশিক্ষণের পীঠস্থান মালবহাল রয়্যাল বেঙ্গল চ্যালেঞ্জার্স বা এম আর বি সি। এখন এর নাম এম আর বি সি গার্লস ফুটবল রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প। মাত্র কয়েক বছরেই ডিস্ট্রিক্ট ফেডারেশন কাপ, সুব্রত কাপ, ইন্ডিয়ান ওমেন লীগ খেলে ফেলেছে এখানকার মেয়েরা। জাতীয় দলে মোট ১৯ জন মেয়ে এখান থেকে খেলছে। এই রাজ্যের মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, তারকেশ্বর, ধনিয়াখালি, শিলিগুড়ি সহ বিভিন্ন দূরদূরান্তের জায়গা থেকে ফুটবলকে ভালোবেসে সঞ্জীব বাবুর প্রশিক্ষণে নিজেদের তৈরি করতে এখানে এসেছেন প্রতিভাবান মেয়েরা। কিন্তু প্রশিক্ষক সঞ্জীব বাবু যেমন সচ্ছ্বল নন, তেমনই এইসব প্রশিক্ষণরত মেয়েগুলিও আর্থিকভাবে অসচ্ছ্বল। ফলে ফুটবলের মত ঘাম ঝরানো একটি খেলা চালিয়ে যেতে যে পুষ্টিকর খাবার দরকার তারা তা পায় না। নেই উন্নত মানের মাঠ, নেই আধুনিক বুট, গ্লাভস তবু অসম্ভব স্বপ্নকে সফল করতে প্রশিক্ষক সঞ্জীব বাবুর সাথে দিনরাত এক করে তারা পরিশ্রম করে চলেছে। লক্ষ্য একটাই - খেলতে হবে দেশের হয়ে। খুব দ্রুত এরা যদি সহযোগিতা না পান তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ এক অসম্ভব স্বপ্নকে সাকার করতে গিয়ে রেসিডেন্সিয়াল ফুটবল কোচিং ক্যাম্প চালিয়ে যাচ্ছেন সঞ্জীব বাবু । এখানে মেয়েরা ফুটবল প্রশিক্ষণ নেওয়ার সাথে সাথে স্কুল-কলেজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।@প্রান্তভূমি।। গৌরাঙ্গ ঘোষ।। ৪/১০/২০২০;