অরবিন্দ নগরে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির
প্রান্তভূমি প্রতিবেদন ।। লায়ন্স ক্লাব রূপনারায়নপুর শতাব্দী এবং অরবিন্দ নগর স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল অরবিন্দ নগর কল্পনা কুঞ্জ ম্যারেজ হলে । ৪ অক্টোবর এই উপলক্ষে শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব -এর পক্ষে সভাপতি অমিত চাকি, নীতীশ চৌধুরী, জগন্নাথ চ্যাটার্জী, শ্যামল কুমার গুপ্ত, সুখময় কুম্ভকার, অশোক কুমার দে, অরবিন্দ নাথ, সুব্রত মল্লিক, কুশলী ভট্টাচার্য প্রমুখ । ক্লাবের তরফে ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি অপর্ণা রায়, সম্পাদক শুভেন্দু দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস মন্ডল(হরিয়া), সুশান্ত চ্যাটার্জি(ভোলা), বিরাজ সোম, শান্তনু দাস । আমন্ত্রিত অতিথি ছিলেন বিজয় সিং, স্থানীয় পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, অরূপ রক্ষিত ও বাবলু ঘাসি।
এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্লাড সুগার, প্রেসার এবং চোখ পরীক্ষারও ব্যবস্থা ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষার সাথেই। চিকিৎসক হিসেবে শিবিরে ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সার্জেন ডাক্তার প্রসেনজিৎ মন্ডল এবং চক্ষু পরীক্ষার জন্য রূপনারায়ণপুরের নবজ্যোতি আই কেয়ার থেকে এসেছিলেন ডক্টর কল্যানী প্রসাদ পান্ডে । শিবিরে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন ৩০৪ জন ব্যক্তি।
@প্রান্তভূমি ।। গৌরাঙ্গ ঘোষ ।। ৪/১০/২০২০;