পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান সরকারের

প্রান্তভূমি প্রতিনিধি ।। প্রতি পুজো কমিটিকে পঞ্চাশ হাজার ( ৫০,০০০ )টাকা দিয়ে সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ সেপ্টেম্বর ঘোষণা করেন যে এই বছর প্রত্যেক পুজো কমিটিকে এই সাহায্য করা হবে। এদিন দুর্গা পুজো কমিটির কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর সালানপুর ব্লকের পুজো কমিটিগুলির কর্মকর্তারাও যোগ দেন এই বৈঠকে। সালানপুর থানায় ব্লকের চব্বিশটি অনুমতিপ্রাপ্ত এবং তিনটি অনুমতি না পাওয়া পুজো কমিটির কর্মকর্তাবৃন্দ এসেছিলেন। উপস্থিত ছিলেন সালানপুর আই সি পবিত্র কুমার গাঙ্গুলী, রূপনারায়ণপুর ও সি সিকন্দার আলম এবং কল্যানেশ্বরী ওসি অমরনাথ দাস। করোনা আবহের মধ্যে উৎসবের আনন্দ উপভোগে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য বেশকিছু নিয়মের কথা এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্যান্ডেলের চারদিক খোলা থাকবে । প্রবেশ ও প্রস্থানের পথ থাকবে আলাদা । প্যান্ডেলে স্যানিটাইজার ও মাস্ক রাখা বাধ্যতামূলক। ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। পুষ্পাঞ্জলি একসঙ্গে বেশি মানুষ দিতে পারবেন না। পাঁচজন বা দশজন আলাদা আল;
Share on