করোনা সংকট কাটিয়ে চক্ষু চিকিৎসা শিবির লায়ন্স ক্লাবের
প্রান্তভূমি প্রতিবেদন ।। করোনা আবহে লকডাউনের পর প্রথম চক্ষু চিকিৎসা শিবির করল উত্তররামপুর জিতপুর লায়ন্স ক্লাব। ৮ অক্টোবর কেশিয়া মোড়ে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সহযোগিতায় লায়ন্স ক্লাবের এই চক্ষু চিকিৎসা কেন্দ্রে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ধানবাদের ডাঃ নিসার। লায়ন্স ক্লাব -এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লায়ন সুজিত কর্মকার, সম্পাদক বরুণ সরকার, কোষাধ্যক্ষ অধীর দে, জোন চেয়ারপার্সন হিরণ্ময় ভট্টাচার্য, সহ-সভাপতি কস্তুরী মজুমদার, বোর্ড অফ ডিরেক্টর কৃষ্ণা ভট্টাচার্য এবং প্রবীণ নাগরিক সমিতির সম্পাদক প্রশান্ত মন্ডল। এদিন ৭৫ জন মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন । সুজিত বাবু জানান ২০১৯ সালে এই লায়ন্স ক্লাব তিনটি শিবির পরিচালনা করে। দু'শো জন এই চিকিৎসার সুযোগ গ্রহণ করেছিলেন।@প্রান্তভূমি(৮/১০/২০২০);