ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মজয়ন্তী পালন
প্রান্তভূমি প্রতিনিধি।। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের ২০১তম জন্ম দিবস পালন করা হলো । রূপনারায়ণপুর ডাবর মোড় বাসস্ট্যান্ডে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে গুরুদুয়ারা থেকে ডাবর মোড় পর্যন্ত পদযাত্রা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন আয়োজক কমিটির কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সত্যজা দাশগুপ্ত। প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন উৎপলেন্দু মাল, গোবিন্দ ব্যানার্জি, পূর্ণিমা মন্ডল ও শৈবাল সেনগুপ্ত। ২৯ জুলাই ছিল বিদ্যাসাগরের প্রয়ান দিবস। এই দিনেই কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি ঘোষণা করে কিন্তু বিদ্যাসাগরের নাম পর্যন্ত উচ্চারিত হয় নি বলে বক্তারা আক্ষেপ করেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনে ছিলেন অহনা চক্রবর্তী, নিবেদিতা সেনগুপ্ত ও সপ্তর্ষি বাগ। সঙ্গীত পরিবেশন করেন অভিপ্সা গোস্বামী। ডাক্তার আবির রায় ও সম্প্রদায়ের শতদল সাংস্কৃতিক সংস্থা পরিবেশন করেন সংগীতানুষ্ঠান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বজিৎ ঘোষ।
এদিন চুরুলিয়ার নজরুল একাডেমিতেও বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালিত হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্য;