কবিতা
একালের আগমনী#
উত্তমকুমার চক্রবর্তী***********
যাস না লো যাস না উমা/
বাপের বাড়ি যাস না //
এবার যদি যাস তবে তুই/
কথাটি আর ক'স না।//
শ্মশানে শুই ভস্ম মাখি/
নন্দী ভৃঙ্গির সঙ্গে থাকি//
বাঘের ছালে লজ্জা ঢাকি/
ঘুরতে নারি মুখ ঢেকে।//
কৈলাশে করোনা ঢুকলে/
ভুগবো আমি সব থেকে।//
যাবিই যদি বাপের বাড়ি/
আমার কথা না রেখে//
আনিস একটা মুখের ঢাকা/
রাখবো নিজের মুখ ঢেকে। //
গিরিরাজ বলে ভবের হাটে বাড়ছে করোনা/
কৈলাশে কি টেনে তাকে আনবি লো উমা ? //
গণশা কেতো বেজায় গেঁতো শোনে না কথা/
চোখে চোখে রাখিস তাদের বলেদিলাম তা//
ভালো করে রাখিস ঢেকে সবাই নাক মুখ/
করোনা ভয় যাবে চলে ফিরবে মনে সুখ। //
************
;