রেল সপ্তাহে পুরস্কৃত দ্বিশতাধিক কর্মী আধিকারিক

প্রান্তভূমি প্রতিবেদন ।। করোনা সতর্কতা বজায় রেখে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় পালিত হল ৬৫তম রেল সপ্তাহ। 15 অক্টোবর কৃতি কর্মী ও আধিকারিকদের পুরস্কৃত করার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার মহাপ্রবন্ধক প্রবীন কুমার মিশ্র । সম্মানিত অতিথি ছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা মহিলা কল্যাণ সমিতি অধ্যক্ষা সুনিতা মিশ্র। করোনা পরিস্থিতিতে পুরস্কৃত কর্মী আধিকারিকেরা নিজের নিজের বিভাগীয় প্রধানের হাত থেকে শংসাপত্র সংগ্রহ করেন। এদিন সি এল ডাবলু এবং ডানকুনি ইউনিটের 183 জন কর্মী আধিকারিককে শংসাপত্র, ব্যাজ, নগদ অর্থ দিয়ে সম্মানিত করা হয়। এ ছাড়াও দলগতভাবে 11 টি দল শীল্ড অর্জন করে এবং 22 জন বিভাগীয় কর্মী আধিকারিকের গ্রুপকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।;
Share on

অরবিন্দ নগরে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির

প্রান্তভূমি প্রতিবেদন ।‌। লায়ন্স ক্লাব রূপনারায়নপুর শতাব্দী এবং অরবিন্দ নগর স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল অরবিন্দ নগর কল্পনা কুঞ্জ ম্যারেজ হলে । ৪ অক্টোবর এই উপলক্ষে শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব -এর পক্ষে সভাপতি অমিত চাকি, নীতীশ চৌধুরী, জগন্নাথ চ্যাটার্জী, শ্যামল কুমার গুপ্ত, সুখময় কুম্ভকার, অশোক কুমার দে, অরবিন্দ নাথ, সুব্রত মল্লিক, কুশলী ভট্টাচার্য প্রমুখ । ক্লাবের তরফে ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি অপর্ণা রায়, সম্পাদক শুভেন্দু দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস মন্ডল(হরিয়া), সুশান্ত চ্যাটার্জি(ভোলা), বিরাজ সোম, শান্তনু দাস । আমন্ত্রিত অতিথি ছিলেন বিজয় সিং, স্থানীয় পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, অরূপ রক্ষিত ও বাবলু ঘাসি। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্লাড সুগার, প্রেসার এবং চোখ পরীক্ষারও ব্যবস্থা ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষার সাথেই। চিকিৎসক হিসেবে শিবিরে ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সার্জেন ডাক্তার প্রসেনজিৎ মন্ডল এবং চক্ষু পরীক্ষার জন্য রূপনারায়ণপুরের নবজ্যোতি আই কেয়ার থেকে এসেছিলেন ডক্টর কল্যানী প্রসাদ পান্ডে । শিবিরে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন ৩০৪ জন ব্যক্তি। @প্রান্তভূমি ।। গৌরাঙ্গ ঘোষ ।। ৪/১০/২০২০;
Share on

লায়ন সদস্যদের রক্তদান শিবির

প্রান্তভূমি প্রতিনিধি।। রূপনারায়ণপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ অক্টোবর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হরিষাডি গ্রামের কাছে নির্মীয়মান লায়ন্স হসপিটাল প্রাঙ্গণে শিবির হয়। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্ত সংগৃহীত হয়েছে। ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার সঞ্জিত চ্যাটার্জী ও তার সহকর্মীরা এদিন রক্ত সংগ্রহে সহযোগিতা করেন । মোট ১১ জন রক্তদান করেছেন। রক্তদাতারা হলেন সায়নী হালদার, বনশ্রী বিশ্বাস, গৌতম তন্তুবায়, জবা পন্ডিত, সোহিনী হালদার ,শর্মিলা ঘোষ, রমেন পাল, রবিশংকর কুন্ডু , দীপককুমার মাহাতা, অমিত গিরি এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। @প্রান্তভূমি ( ৫/১০/২০);
Share on

মহাত্মার জন্মদিনে স্বচ্ছতা অভিযান

প্রান্তভূমি প্রতিনিধি ।। সি এল ডব্লুর মহাপ্রবন্ধক প্রবীন কুমার মিশ্রর কার্যালয় চত্বরে স্বচ্ছতা অভিযানে অংশ নিল অল ইন্ডিয়া এসসি এসটি রেলওয়ে এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে এই স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে ৫০জন সদস্য অংশ নেন। @প্রান্তভূমি ( ৫/১০/২০ );
Share on