চিত্তরঞ্জন ও ব্লক অঞ্চলে করোনা পরিস্থিতি উদ্বেগজনক
প্রান্তভূমি প্রতিবেদন ।। চিত্তরঞ্জন শহর এবং সালানপুর ব্লকের অন্যান্য অঞ্চলে করোনা সংক্রমণ হুহু করে বেড়ে চলেছে। আপাতদৃষ্টিতে অত্যন্ত নিরীহ মনে হলেও এই করোনাভাইরাস মানুষের শরীরকে আক্রান্ত করে দুর্বল করে দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অসচেতনতার ভাব এসে যাওয়ার কারণেই সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়ার প্রতি অনীহা এসেছে। এবং এই কারণেই সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে গেছে। গত কয়েকদিনে এই এলাকায় বহু মানুষ সংক্রমিত হয়ে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সাধারণ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে এখন যতগুলি নমুনা পরীক্ষা করা হচ্ছে তার প্রায় অর্ধেকের মধ্যেই করোনা পজিটিভ লক্ষণ দেখা যাচ্ছে। এই পরিসংখ্যানকে মাথায় রেখে প্রশাসন চাইছেন মানুষজন যেন নিজস্ব সচেতনতা বজায় রেখে চলাফেরা করেন। অযথা বাইরে যেন বের না হন। দেখা যাচ্ছে করোনা সংক্রমণ উপসর্গ হয় দেখা দিলেও অনেকেই তা চেপে যাওয়ার চেষ্টা করছেন । সে ক্ষেত্রে পরবর্তী সময়ে বড় ধরনের শারীরিক অসুবিধা দেখা দিতে পারে বলে সতর্ক করা হচ্ছে। এরই সঙ্গে যাদের শরীরে অন্যান্য রোগের প্রাদুর্ভাব আছে তারা যেন বাড়তি সচেতনতা ;