আলো দিলেই দোষ?

বিস্তীর্ন হিন্দুস্তান কেবলসে চুরি ছিনতাইয়ের ঘটনা আপনার পত্রিকা থেকে পড়ি জানতে পারি। অবৈধ বিদ্যুৎ সংযোগ করে রাস্তা এবং কিছু পরিত্যক্ত কেবলসের কোয়ারটারে বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ এর জন্য প্রশাসনের কাছে অস্থায়ী বিদ্যুৎ মিটার সংযোগ চেয়েছে তা কোনো মতেই প্রশাসন সম্ভব করতে পারেনি। তবুও বিধায়ক বিধান উপাধ্যায়ের মানবিকতায় কিছুটা অন্ধকার দূর হয়েছে। মানুষ স্বার্থপর হয়েছে এটা তার প্রমান। ছিনতাই হলে প্রশাসনের দায়, বিদ্যুৎ সংযোগ করে অন্ধকার দূর করলে বিশ্ববরেণ্য সাউ বাবুর জন- প্রতিরোধ গড়ার কথা আসে! কিন্তু সেই মান্ধাতা আমলের ট্রান্সফরমার যখন লাগানো হয় সেই সময় কতগুলি বাড়ি ছিল আর আজ কতগুলি বাড়ি হয়েছে তার হিসেব আছে? কতগুলি বাড়িতে অবৈধ এসি সংযোগ আছে? ম্যারেজহল গুলোর বিদ্যুৎ সংযোগ কত কেভির ? তার জন্য কোন আলাদা ট্রান্সফরমার দেওয়া হয়েছে? এগুলো সাউ বাবুর অপদার্থতা প্রমানে যথেষ্ট। আর যে সমস্ত মানুষ আসল কারন লুকিয়ে সাউ বাবুর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন তাদেরকে বলুন মাননীয় সাংসদ -এর দায়িত্বের মধ্যে অন্ধকার হিন্দুস্তান কেবলস সংলগ্ন এলাকা আলোকিত করা তার দায়িত্ব কি না? তার অপদার্থতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে না কেন? রাজনৈতিক খেলাটা আমরা ভালো বুঝি। - পি দাস, হিন্দুস্তান কেবলস;
Share on